ভৈরব প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের ভৈরব চন্ডিবের এলাকার শাপলা ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী রতন জয়ধরের (৩২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার ৩১ মে রাত আনুমানিক ২টার পর কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ।
খবর পেয়ে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে শাপলা ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে কর্মচারী রতন জয়ধরের মৃতদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।
শাপলা ডায়াগনস্টিক সেন্টারের মালিকের ছোটভাই নজরুল ইসলাম জানান, রতন দীর্ঘ ৭-৮ বছর ধরে এখানে চাকরি করত। রাতে সেন্টারেই থাকতো রতন জয়ধর। সেন্টারের ভেতর রতন জয়ধরের লাশ পাওয়া গেলেও ক্যাশে থাকা আনুমানিক ২০ হাজার টাকার কোন হদিস নেই বলে জানান।
হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।