শুরু হলো ইউটার্ন

অবশেষে নাট্যনির্মাতা আলভী আহমেদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় শুটিং শুরু হলো তার প্রথম চলচ্চিত্র ইউটার্নের। ঈদের ছুটি শেষ হতে-না-হতেই চার তারকা মৌটুসী, ইরফান সাজ্জাদ, শিপন ও সোনিয়াকে নিয়ে গত ১০ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ইউটার্ন চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রে চিত্রনায়ক শিপনের যাত্রা শুরু হয়েছে সৈকত নাসির পরিচালিত দেশা দ্য লিডার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। আসছে ডিসেম্বরে এ ছবিটি মুক্তির মধ্য দিয়েই অভিষেক ঘটতে যাচ্ছে তার। ইউটার্ন তার চতুর্থ চলচ্চিত্র। শিপন বলেন, মাত্র তো ক’দিন হলো কাজটি শুরু করেছি। বেশ গোছানো একটি ইউনিটে কাজ করছি, অনেক ভালো লাগছে। আশা করি দর্শকের কাছে উপভোগ্য একটি ছবি হবে এটি। মৌটুসী বিশ্বাসের কথায় ইউটার্ন তার দ্বিতীয় চলচ্চিত্র। তার প্রথম চলচ্চিত্র ছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর। মৌটুসী বলেন, অনেক বছর বিরতির পর মনের মতো একটি চরিত্র পেয়েছি। তাই আলভীর প্রথম চলচ্চিত্রে কাজ করছি। আমি কৃতজ্ঞ পরিচালকের কাছে। ইরফান সাজ্জাদ ঈদের আগে ফিরেছেন তানিয়া আহমেদের নির্দেশনায় গুডমর্নিং লন্ডন ছবির কাজ শেষ করে। দেশে ফিরে ঈদ শেষ করেই তিনি শুরু করেছেন ইউটার্ন ছবির কাজ। ইরফান বলেন, একটু একটু করে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছি। সবার সহযোগিতা পেলে নিজেকে এ মাধ্যমেই ব্যস্ত রাখতে চাই। এই ছবির আরেক নায়িকা ছিলেন জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে ছবিটির শুটিং শুরুর দুই দিন আগে ছবির পরিচালক আলভী আহমেদ তাকে বাদ দিতে বাধ্য হন শেষ পর্যন্ত চরিত্রটিকে পিয়া নিজের মধ্যে লালন করতে না পারায়। তবে পিয়া জানিয়েছেন, তার ব্যক্তিগত কারণেই তিনি ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
পরিচালক আলভী আহমেদ জানান, এ ছবিটিতে আরো দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর।

Similar Posts

error: Content is protected !!