সংবাদদাতা ।।
নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে গত ২ সপ্তাহে তর্কা রোগে ১৫টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে (১৩ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায় নানশ্রী গ্রামের কৃষক মলাই বক্সের ১টি, সাহাব উদ্দিনের ১টি, স্বপ্না বেগমের ১টি, হাকিমা বেগমের ১টি, কামাল মিয়ার ২টি, জামু মিয়ার ১টি, কাছুম আলীর ১টি, সিহাব উদ্দিনের ১টি, ইনছব আলীর ১টি, রেজিয়া খাতুনের ১টি, তাজুল মিয়ার ১টি, আ: রহমানের ১টি, হাজী মুর্শিদ মিয়ার ১টি ও আ: রহমানের ১টি গরু মারা গেছে।
কারপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নানশ্রী গ্রামের মো: হাবিবুর রহমান জানান, মারা যাওয়া গরুর কোন অসুখ-বিসুখ না থাকলেও হঠাৎ করে গরু মাটিতে লুটে পড়ে মারা যায়। উপজেলা প্রাণী সম্পদ ব্যাটালিয়ন সার্জন মো: রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে গত ৪ এপ্রিল এলাকায় মাইক দিয়ে প্রচার করে তর্কা রোগের প্রায় ৩০০ গবাদী পশুকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিন দেয়ার পর যে গরু মারা গেছে আগে থেকে এই গরুর শরীরে তর্কা রোগের আক্রমণ ছিল।