সংবাদদাতা ।।
নিকলী উপজেলা পরিষদের উদ্দ্যোগে সম্প্রতি কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ খাতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জ উপপরিচালক ও উপসচিব এমদাদুল হক চৌধুরী।
নিকলী উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা মৎস্য অফিসার জিয়াউল হক জিয়া, উপজেলা প্রাণীসম্পদ ভেটানিয়াল সার্জন ডা: শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার। কর্মশালায় কৃষক, মৎস্যচাষী, হাঁস, মুরগী খামার মালিক, শিক, স্থানীয় জনপ্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কর্মশালায় অংশ গ্রহণকারী এই সব খাতে উন্নয়নমূলক উন্মুক্ত মতামত প্রকাশ করে সহযোগিতা ও সমস্যার কথা তুলে ধরেন। দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, নিকলী উপজেলার বিভিন্ন হাওরের খালবিল খনন করা জরুরি। দেশীয় প্রজাতির মাছের বংশ রা করতে হবে। কারপাশা ইউনিয়নের চেয়ারম্যান সবুজ মিয়া বলেন, কৃষিতে বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভবনা থাকার সত্ত্বেও হাওড় থেকে ধান কেটে বাড়িতে আনতে কৃষকদের দ্বিগুণ খরচ হয়। তাই হাওরের রাস্তাগুলো উন্নয়ন প্রয়োজন।