আমাদের নিকলী ডেস্ক ।।
দেশের সকল মোবাইল অপারেটরদের রাত্রিকালীন (রাত ১২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত) বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সেই সাথে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো: হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রোববার একটি রিট করেন। ওই রিট আবেদনে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়।
সূত্র : মোবাইল অপারেটরদের রাত্রিকালীন ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ [চ্যানেল আই, ১৬ অক্টোবর ২০১৭]