সংবাদদাতা ।।
পপি রিকল প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে ওয়াশ কার্যক্রম শীর্ষক লবি ও এ্যাডভোকেসি বিষয়ক কর্মশালা নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে গত বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম।
পপি রিকল প্রকল্পের নিকলী উপজেলা সমন্বয়কারী মো: মোশারফ হোসেন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিন, গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফজলুর রহমান, ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ ইসলাম, পপি রিকল প্রকল্পের টেকনিক্যাল অফিসার রেশমা পারভিন, নিকলী প্রেসকাবের সভাপতি এম. হাবিবুর রহমান, প্ল্যান বাংলাদেশের নিকলী উপজেলা ইঞ্জিনিয়ার রাজিবুল হাসান, সিবিও সদস্য, শিক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
নিকলী উপজেলা রিকল প্রকল্পের সমন্বয়কারী মো: মোশারফ হোসেন খান তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।