সংবাদদাতা ।।
নিকলী উপজেলার পপি রিকল প্রকল্প এল,এইচ,ডি,পি গত মঙ্গলবার দিনব্যাপী সিবিও-এর নারী আড্ডা দানের সদস্যদের উদ্বোধনীমূলক এক কর্মলাশা উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন।
পপি রিকল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: মোশারফ হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার, হানিফ ইসলাম, মো: মানিক চৌধুরী, প্রেসকাবের সভাপতি এম, হাবিবুর রহমান, রিকলের টেকনিক্যাল অফিসার রেশমা পারভীন। নারী আড্ডা দলের ২৫ জন সিবিও নারী নেত্রীদের মধ্যে নারী অধিকার, যৌতুক, বাল্য বিবাহ ও পারিবারিক নির্যাতনের ওপর ৯ জন সিবিও নারী নেত্রী তাদের প্রতিযোগিতামূলক বক্তব্য উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মিঠামইন উপজেলার পারভিন আক্তার, ২য় গুরুই ইউনিয়নের আমেনা বেগম, ৩য় হয়েছেন ছাতিরচর ইউনিয়নের আইরিন আক্তার। বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।