বৃক্ষপ্রেমিক ভিক্ষুক

আবদুল্লাহ আল মহসিন ।।

কিশোরগন্জের নিকলী উপজেলায় এক ভিক্ষুক হাজারেরও বেশি বৃক্ষ রোপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নাম আবদুল হাশিম। বয়স ৯০, বাড়ি উপজেলার প্রত্যন্ত হাওরের সিংপুর ইউনিয়নের নাগরপুর গ্রামে। বয়সের ভারে তিনি ন্যূব্জ হয়ে পড়েছে। ৪০ বছর বয়স থেকে ভিক্ষা করা শুরু করেছেন।তবু কাধের ভিক্ষার ঝুলি এখনো নামেনি।

bager

জানা যায়, ধনু নদীর ভাঙ্গনে ও কিছু স্বজনের প্রতারণায় ভিটে বাড়ি হারিয়ে আজ সে নিঃস্ব। ফসলী জমি বলতে কিছুই নেই। তাই জীবিকার তাগিদে বাধ্য হয়েছে পথে পথে ভিক্ষা করতে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেও তার কোন ছেলে মেয়ে হয়নি। তাই ভিক্ষা করে বর্তমান স্ত্রীকে নিয়ে দিনাতিপাত করে যা থাকে তা দিয়ে তিনি উপজেলার বিভিন্ন গ্রামে, মসজিদ, মাদ্রসা, গোরস্থান, স্কুল, সড়কে প্রায় এক হাজারেরও বেশি বৃক্ষ রোপন করেছেন। “আমাদের নিকলী” প্রতিনিধিকে তিনি জানান, জীবনে পাওয়ার মত আর কিছুই চায়নি, শুধু মানুষের দোয়া চাই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!