দুই গ্রুপের সংঘর্ষে রক্তাক্ত মসজিদ প্রাঙ্গণ, গ্রেপ্তার ১

সংবাদদাতা ।।
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে নিকলীতে একই পরিবারের দু’ পক্ষের সংঘর্ষে কমপে ১০ জন আহতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত ইস্রাফিলের স্ত্রী অরুনা (৪৫), লস্কর মিয়ার ছেলে শাহেদ আলী (৩৭)কে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অলিল মিয়ার স্ত্রী মারুফা (২৫), ফালু মিয়ার ছেলে বাক্কার (২৫), ইস্রাফিলের ছেলে হুমায়ুন (৩০), মেয়ে সেলতুফা (১৬)কে আশংকাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে হাসপাতাল গেইট থেকে জাহেদ আলীর ছেলে জয়নাল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সেলতুফা, হুমায়ুনের বাবা ইস্রাফিল বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে ১১ জনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার হাওরবেষ্টিত গোরাদিঘা গ্রামে চাচাত জা’য়েদের মাঝে ঝগড়া বাধে। এক পর্যায়ে বাড়ির পুরুষসহ অন্যরাও তর্কে জড়িয়ে পড়লে হাতাহাতি পর্যন্ত গড়ায়। রাতে তারাবির নামাজ শেষে মসজিদের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে একপ আরেক পরে উপর আক্রমণ চালায়। এতে বাক্কার নামে একজনের হাতের কব্জী কর্তনসহ উভয় পরে কমপে ১০ ব্যক্তি আহত হয়। নিকলী থানার ওসি একেএম মাহবুব আলম ঘটনা ও মামলার সত্যতা স্বীকার করে একজনকে রাতেই গ্রেপ্তার এবং জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে জোর চেষ্টা চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!