সংবাদদাতা ।।
এক বিয়ের দুটি কাবিননামা রেজিস্টার করে অতিরিক্ত ফি আদায়ে নিকাহ রেজিস্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত নিকাহ রেজিস্টার ইদ্রিস আলী (৫০) উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের মৃত মনজিল মিয়ার ছেলে। বুধবার ২৬ আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম এ রায় প্রদান করেন। জরিমানার অর্থ নগদ প্রদান করলে আদালত তাকে মুক্তি দেয়। অভিযোগ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত ১০/৬/১৫ তারিখে উপজেলার জারুইতলা ইউনিয়নের টেকপাড়া গ্রামের আব্বাস আলীর মেয়ে আসমা বেগমের (২০) কিশোরগন্জের কর্শাকড়িয়াইল ইউনিয়নের ঝিকরজোড়া গ্রামের আক্কাস আলীর ছেলে রাসেল মিয়ার (২৬) সাথে বিয়ে হয়। বিয়েতে উভয়পক্ষ ৩ লাখ ২০ হাজার টাকায় মোহর ধার্য করলে ফি বাবদ কাজীকে ১০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু কাবিননামাতে ৪ লাখ ২০ হাজার টাকা উল্লেখ থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ভুল সংশোধনের জন্য পুনরায় আবেদন করলে আরো ৫ হাজার টাকা ফি প্রদান করে ৩ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করে নতুন করে কাবিননামা তৈরি করা হয়। একই বিয়ের ২ বার ফি ও বিধিবহির্ভূত টাকা আদায় করায় আসমার মা শাহেদা (৪০) নিকলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ প্রদান করলে নিকাহ রেজিস্টার ইদ্রিস আলীর ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২২ আগস্ট বাল্যবিয়ে করানোর অপরাধে আরো একবার ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছিলেন ভ্রাম্যমান আদালত।