বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা ।।

বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে ইউজেড জিপির কর্মকর্তা মনিরুজ্জামানের পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ সেপ্টেম্বর ইউজেড জিপির সহযোগিতায় নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিকলী জিসি পাইলট মডেল স্কুল মাঠে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগন্জ জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাহবুব আলম, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, নিকলী জিসি পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ প্রমুখ।

ballo_bibaho

কর্মশালার সভাপতিত্ব করেন নিকলী জিসি পাইলট মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কারার গিয়াস উদ্দীন আহমদ। বক্তারা বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিকলী গণসংগীত দল এতে নাটক ও গান পরিবেশন করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!