আমার বুকের ম্যানগ্রোভ

আমার বুকের ম্যানগ্রোভ

শিবলী জামান

আর কি বলবো তোমার কানে কানে?
শোননি ফাগুনের বাতাস বইছে জোরে
ফুটেছে হাজারো ফুল সবুজ বনে বনে
ভাসে কাঁদন কোকিলের সুরে সুরে-
বাঁশঝাড়ে বাঁশঝাড়ে, ম্যানগ্রোভে ম্যনগ্রোভে।
শুনেছ! সুন্দরবন গেছে বেনিয়ার হাতে
শুধু মানুষ না গাছেরও রক্ত ঝরাতে যারা জানে!
সেইসব শেয়ালের হিংস্র দাঁত আর নখরে
কাঁদছে আমার ম্যানগ্রোভ অঝোরে অঝোরে-
তোমার আমার গল্প উড়ছে মরুঝড়ে
চৈত্রের চৌচির মাঠে রোদ্দুরে রোদ্দুরে।

Similar Posts

error: Content is protected !!