সরকারি হলো কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

আমাদের নিকলী ডেস্ক ।।

কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। সোমবার (২১ মে ২০১৮) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ছাড়াও আরো ২৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়। এই প্রজ্ঞাপনে জাতীয়করণের তালিকায় কিশোরগঞ্জ জেলার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই।

২১ মে থেকে তালিকাভুক্ত ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করার কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

সূত্র : সরকারি হলো কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়  [কিশোরগঞ্জ নিউজ, ২১ মে ২০১৮]

Similar Posts

error: Content is protected !!