বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জহির উদ্দিন আহম্মেদ আর নেই

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং বোয়ালিয়া জামিয়া আক্তারিয়া ফয়জুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আলহাজ্ব জহির উদ্দিন আহম্মেদ (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (২৯ মে ২০১৮) হৃদরোগে আক্রান্ত হয়ে বিকাল ৫টায় একটি বেসরকারি মেডিক্যালে মারা যান।

আজ বুধবার সকাল ১১টায় তাহেরা নূর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার নামাজ শেষে নিজ গ্রাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মরহুম জহির উদ্দিন আহম্মেদ নিকলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছলিমুল হক-এর ভাতিজির জামাই।

Similar Posts

error: Content is protected !!