আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে আজিম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুন ২০১৮) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সরারচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আজিম দক্ষিণ সরারচর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। ঈদের পরদিন মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবারটিতে ঈদের খুশির বদলে শোকের ছায়া নেমে আসে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খেলা করতে গিয়ে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে স্বজনেরা তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র : বাজিতপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ১৭ জুন ২০১৮]