সংবাদদাতা ।।
সোমবার দিবাগত রাত ১টায় আবুল হোসেন (৩১) নামে এক জামায়াত নেতাকে নিজ বাড়ি কুর্শা গ্রাম থেকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন নিকলী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি এবং আবদুল হকের ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগ রয়েছে বলে নিকলী থানার ওসি এ.কে.এম. মাহবুব আলম নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে আবুল হোসেনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।