নিকলীতে ৮ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে আজ (বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর ২০১৮) সকালে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উপজেলা সদরের কুলুহাটি গ্রামের বাহার উদ্দিন বাচ্চুর পুত্র অক্ষয় হাসানের (২০) নামে নিকলী থানায় লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রীর বড়ভাই। ঘটনার পর থেকে অক্ষয় পলাতক রয়েছে।

জানা যায়, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া কুর্শা পূর্বপাড়া গ্রামের এক ছাত্রী সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরে এক স্যারের কাছে প্রাইভেট পড়তে যায়। স্যারের বাড়ির কাছে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা অক্ষয় হাসান ছাত্রীটিকে টেনে নিকটস্থ একটি ঘরে নিয়ে যায়। ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়।

বাধা দিলে অক্ষয় ওই ছাত্রীকে মারধর করে। প্রাইভেট না পড়ে ছাত্রী তার বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে ঘটনা জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবককে খবর দিলে ওই ছাত্রীর বড়ভাই বাদী হয়ে নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

Similar Posts

error: Content is protected !!