ভূমিহীনদের খাস জমি বরাদ্দের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী

আমাদের নিকলী ডেস্ক ।।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ভূমিহীনদের চাষাবাদের জন্য কৃষি খাস জমি বরাদ্দ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, গুচ্ছগ্রামে পুনর্বাসিত ভূমিহীনদের চাষাবাদের জন্য মাত্র ৩ বা ৪ শতাংশ জমি যথেষ্ট নয়। তাদের চাষাবাদের জন্য কৃষি খাস জমি বরাদ্দ প্রদান করতে হবে।

গতকাল বুধবার (১২ সেপ্টেম্বর ২০১৮) বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আগস্ট ২০১৮ মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ প্রদান করেন।

সভায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প-৪, ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পসমূহের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান ও তৌফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

Similar Posts

error: Content is protected !!