লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ রিয়াজ উদ্দিন (৩০) ও অপর আরোহী মোঃ মাসুম (২৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর ২০১৮) রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের অলিপুর এলাকার রিয়াজনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন লাখাই উপজেলার পুর্ববুল্লা গ্রামের ইদ্রিস আলীর পুত্র ও অপর ব্যক্তি মোঃ মাসুম মিয়া একই উপজেলার গুনিপুর গ্রামের ফুল মিয়ার পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ ও মাসুম নোয়াপাড়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হলে উল্লেখিত স্থানে দুর্ঘটনায় পতিত হন। এসময় ঘটনাস্থলে মাসুম নিহত হয় এবং গুরুতর আহত রিয়াজকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।