জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ আগামীকাল

আমাদের নিকলী ডেস্ক ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর ২০১৮)। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর বুধবার থেকে শুরু হবে।

আজ বুধবার (২৬ সেপ্টেম্বর ২০১৮) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোনো প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে ৭ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। না হলে উভয় ভর্তি বাতিল হয়ে যাবে।

এসএমএস-এর মাধ্যমে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে- nu<space>athn<space>roll no লিখে ১৬২২২ নম্বরে Send করলে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.ac.bd/admissions থেকে এ মেধা তালিকার ফল পাওয়া যাবে।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স এমএ/ এমএসএস/ এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটি সহ) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় আগামী ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/mfwww.nu.ac.bd থেকে জানা যাবে। বাসস

Similar Posts

error: Content is protected !!