মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
মঙ্গলবার (২ অক্টোবর ২০১৮) সকাল ১১টায় বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান ইকরা মডেল স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
ইকরা মডেল স্কুলের শিক্ষকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, প্রভাষক আব্দুল হালিম, মহাস্থান প্রেস ক্লাব সভাপতি আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক ও ইকরা মডেল স্কুলের পরিচালক সৈয়দ আব্দুর রহিম সাজু, স্কুলের প্রধান শিক্ষিকা।
বক্তাগণ বলেন, শিক্ষিত হোক আর না-হোক সন্তানের জন্য শিক্ষক হিসাবে মায়ের চেয়ে ভাল শিক্ষক আর কেউ হতে পারে না; সে যত বড় উচ্চ শিক্ষিত হোক। এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক আজিজার রহমান, রুলি বেগম, খোকন, আব্দুল বারীসহ তিন শতাধিক মা ও অভিভাবক।