আমাদের নিকলী ডেস্ক ।।
নেত্রকোনার খালিয়াজুরীতে অনুষ্ঠিত হয়েছে নারী উন্নয়ন ফোরাম সক্রিয়করণে কর্মশালা। মঙ্গলবার (৩০ অক্টোবর ২০১৮) খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মশালার আয়োজন করেন স্থানীয় উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব।
ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নারী বিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকার, ইউএনডিপি’র জেলা সহায়ক আব্দুর রাজ্জাক, ইউনিসেফ’র এলজিসি কর্মসূচির জেলা সমন্নয়কারী জাহিদুর রহমান, সাংবাদিক মহসিন মিয়া ও শফিকুল ইসলাম প্রমুখ।
সূত্র : পরিবর্তন, ৩০ অক্টোবর ২০১৮