মনোনয়নপত্র বিতরণ ১৫ নভেম্বর বাড়ালো জাতীয় পার্টি

আমাদের নিকলী ডেস্ক ।।

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণের সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১৪ ও ১৫ নভেম্বরও জাতীয় পার্টির বনানী অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

নতুন সময় অনুযায়ী ১৬ নভেম্বর চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। এদিকে, দ্বিতীয় দিনের মতো সোমবারও সকাল ১০টা থেকে মনোনয়নপত্র প্রদান করা হয়।

সোমবার (১২ নভেম্বর ২০১৮) দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বনানী অফিসে সাংবাদিকদের বলেছেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে। মহাজোটের সাথে আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি একশ’ আসন প্রত্যাশা করছে। তবে, আলাপ-আলোচনার মাধ্যমে সবকিছুই চূড়ান্ত করা হবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, তাই জাতীয় পার্টির প্রতি তাদের প্রত্যাশাও বেশি। আর এ কারণেই জাতীয় পার্টি গণমানুষের জন্য দায়িত্বশীল রাজনীতি করছে। সাধারণ মানুষ নিরাপত্তা আর সুশাসনের ন’বছর এখনো মনে রেখেছে। বাসস

Similar Posts

error: Content is protected !!