সংবাদদাতা ।।
ইসলামিক ফাউন্ডেশন নিকলী উপজেলার উদ্যোগে জঙ্গীবাদবিরোধী আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জঙ্গীবাদবিরোধী অনুষ্ঠানটি সোমবার ১৪ই ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব অফিসে শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগন্জ জেলা কার্যালয়ের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-উলামারা উপস্থিত ছিলেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নিকলীর মডেল কেয়ারটেকর জালাল উদ্দীন জঙ্গীবাদবিরোধী অনুষ্ঠানটির সার্বিক পরিচলনা করেন এবং শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওঃ শেখ সাদী। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজাল লিখিত “জঙ্গিবাদের উৎস মওদুদীপন্থীদের ভ্রান্ত শিক্ষা রাজনীতি ও ব্যাংকিং ব্যবসা” শিরোনামে বইটি বিতরণ করা হয়।