বাজিতপুরে ইটের আকার কারচুপি : ব্রিকস ফিল্ডকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

পরিমাপে কারচুপির অপরাধে বাজিতপুরের মেসার্স কাদরি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ জানুয়ারি ২০১৯) দুপুরে জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযানে এই জরিমানা করা হয়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে উপজেলার হিলচিয়া এলাকার মেসার্স কাদরি ব্রিকস ছাড়াও আরো চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বিভিন্ন সবজি বীজ বিক্রির অপরাধে এবং পণ্যের মোড়কজাত করণ বিধি না মানার কারণে বাজিতপুর উপজেলার পাটুলী ঘাটের নূরুন্নবী স্টোরকে দুই হাজার টাকা, বাজিতপুর বাজারের আইনুল স্টোরকে এক হাজার টাকা, নাসিম স্টোরকে এক হাজার টাকা এবং শাকিল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাজিতপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমির খসরু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, ভোক্তাদের স্বার্থরক্ষায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ২১ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!