হাঙ্গেরিতে চার সন্তান জন্ম দিলেই কর ফ্রি!

আমাদের নিকলী ডেস্ক ।।

ইউরোপের অন্য দেশগুলোর মতো জনসংখ্যা নিয়ে ব্যাপক চিন্তিত হাঙ্গেরির সরকার। প্রতিবছর দেশটির ৩২ হাজার করে জনসংখ্যা কমছে। দেশটির জন্মহার অন্য যে কোনো ইউরোপীয় দেশের জন্মহারের তুলনায় অনেক কম। খবর বিবিসির।

জনসংখ্যা বাড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। চার বা তার বেশি সন্তান থাকলেই ওই নারীরা পাবেন করমুক্ত সুবিধা।

রোববার (১০ ফেব্রুয়ারি ২০১৯) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

তিনি বলেন, অভিবাসীদের ওপর হাঙ্গেরির ভবিষ্যৎ যেন নির্ভর না করে, এটা এর একটি উপায়। ডানপন্থী সরকার বরাবরই মুসলিম অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন।

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!