সংবাদদাতা ।।
শীতের শেষে বসন্তের শুরুতে ফুটতে শুরু করেছে নানান ফুল। বাংলাদেশের বিভিন্ন জায়গার মতো হাওর জনপদ নিকলী উপজেলার আম গাছে থোকা থোকা মুকুল ফুটতে শুরু করেছে। আমের মুকুলে মৌ মো করছে বাড়ির উঠোন। এ উপজেলায় সাধারণত দেশী সুস্বাধু আমই ফলে। যদি কোন প্রাকৃতিক দূর্যোগে মুকুল ক্ষতির শিকার না হয় তাহলে কীটনাশকমুক্ত আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখছেন সবাই।