বোন থাকা ভাগ্যের ব্যাপার, বলছে গবেষণা

আমাদের নিকলী ডেস্ক ।।

বর্তমান সময়ে সচেতন দম্পতিরা এক সন্তানের বেশি নিতে চান না। অন্যদিকে নানা কারণে কন্যা সন্তানের প্রতি কম আগ্রহ দেখা যায়। ফলে বাড়িতে একজন কন্যা সন্তান থাকলে যেন তারপর আর মেয়ে না হয়, সে ব্যাপারে দুঃশ্চিন্তায় দিন পার করেন বাবা-মা।

কিন্তু ব্রিংহাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, যাদের বোন আছে তারা ভাগ্যবান। গবেষকরা বলছেন, বোনের সঙ্গে বেড়ে ওঠা যে কোনো শিশুর জন্য অত্যন্ত আনন্দদায়ক। এমনকি বোনের সঙ্গে ঝগড়ার ফলে মানসিক বিকাশ ঘটে।

গবেষকরা তাদের নমুনায় স্থান দেন ৩৯৫ জন বোন এবং তাদের ভাই-বোনকে। দীর্ঘদিন তাদের পর্যবেক্ষণ করে ফলাফল প্রকাশ করেন গবেষকরা।

বোনের সঙ্গে বেড়ে ওঠার ফলে অন্য নারীদেরও সম্মানের চোখে দেখে পরিণত বয়সে। বোনই হয়ে ওঠে সবচেয়ে কাছের বন্ধু। বোনের সঙ্গে বড় হয়ে ওঠার কারণে সেই শিশুর মধ্যে মমতা ও ভালোবাসা বেশি করে জন্মায়। ম্যাচিউরড হয়ে ওঠে তাড়াতাড়ি।

সে কারণে, গবেষকরা বলছেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক; বোন থাকা আসলে ভাগ্যের ব্যাপার।

সূত্র : কালের কণ্ঠ

Similar Posts

error: Content is protected !!