লাখাইয়ে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার স্থানীয় বুল্লাবাজারে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় আদালত অবৈধ পাকিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টির দায়ে ২টি বাস, ১টি মিনিবাস, ২টি সিএনজি অটোরিকশাকে মোট দুই হাজার ৪০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় শান্তি ফার্মেসি, উদয়ন ফার্মেসি সাজু ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা, অস্বাস্থ্যকর খাদ্য বিপননের দায়ে হান্নান বেকারিকে তিন হাজার টাকা এবং প্রকাশ্য ধুমপানের দায়ে একজন পথচারীকে ১শত টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন।

আদালত পরিচালনাকালে বাজারের মৎসজীবীদের মাঝে ইলিশ সম্পদ রক্ষায় সচেতনতামূলক লিফলেট তুলে দেন। আদালত পরিচালনাকালে সহায়তা করেন এসআই আঃ সালামসহ লাখাই থানার প্রয়োজনসংখ্যক পুলিশ।

Similar Posts

error: Content is protected !!