মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মাদ (সাঃ) ওয়াসাল্লামকে নিয়ে এক হিন্দু যুবকের অবমাননাকর বক্তব্যকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে ৪ জন নিহতের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত জামিয়া দারুল উলুম মুঈইল ইসলাম (হাটহাজারী মাদরাসা) আল্লামা শফীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের বক্তব্যে হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ফেসবুক আইডি থেকে যে মহানবী (সাঃ)-এর নামে কটুক্তি করা হয়েছে; সেটার প্রতিবাদে ভোলার তৌহিদি জনতা প্রতিবাদ সমাবেশ করেছে। একজন মুসলমান হিসেবে গণতন্ত্র দেশে প্রতিবাদ করতে গিয়ে ৪ জন নবীপ্রেমিক শহিদ হয়েছে।
তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তির আইডি হ্যাক হয়েছে বলেছেন, আমরা তদন্ত করে দেখেছি, সেটা হ্যাক হয়নি। আপনি আবারো তদন্ত করে দেখেন। হেফাজতে ইসলামের এই নেতা বিপ্লব চন্দ্র শুভকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেন ওই সংবাদ সম্মেলনে।
তিনি বলেন আগামী পনের দিনের মধ্যে তদন্ত করে ওই যুবকসহ ভোলা জেলাতে বর্বরোচিত পুলিশের হামলায় দোষি ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। আগামী ২২ অক্টোবর বাদ জোহর সারাদেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবী (সা.) ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তৌহিদি জনতার উপর বর্বরোচিত হামলা যারা চালিয়েছে সেসব পুলিশ সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করাসহ শত শত আহতের সুচিকিৎসা এবং শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে। সংঘটিত ঘটনায় ইস্যুকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে উল্লেখিত দাবিসমূহ পূরণ না হলে পরবর্তী করণীয় জানানো হবে।
এদিকে গতকাল রাতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল থেকে সড়ক অবরোধ ও থানায় হামলার কারণে দুঃখ প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে।
এই সময় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, পীর সাহেব ফিরোজ, শাহ যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, ফতেপুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, মাওলানা জিয়াউল হাসান জিয়া, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা ইদ্রিস, মাওলানা শফিউল্লাহ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, মাওলানা এমরান সিকদার প্রমুখ।