করোনা প্রতিরোধে ক্ষুদ্র ব্যবসায়িদের নিয়ে নিকলী যুবলীগের ২য় উদ্যোগ

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় নিকলী উপজেলা যুবলীগের চলমান কর্মসূচির ২য় পর্যায়ে শনিবার (২৮ মার্চ) মুদি ও খাদ্য সামগ্রি ব্যবসায়িদের মাঝে গ্লাভস ও সাবান বিতরণ করেছে।

নিকলী উপজেলা যুবলীগ নেতা কারার ইখতার আহম্মেদ শরীফ, হাবিবুর রহমান, খোরশেদ আলম স্বাধীন ও এরশাদুজ্জামান উজ্জল নামে চার যুবলীগ নেতা উপজেলা সদরের খাদ্য ও মুদি সামগ্রি ব্যবসায়িদের মাঝে গ্লাভস ও সাবান বিতরণ করেন।

যুবলীগ নেতা কারার ইখতার আহম্মেদ শরীফ জানান, মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৩শ’ মুদি ও খাদ্য ব্যবসায়িদের মাঝে গ্লাভস ও সাবান দেওয়া হয়েছে। এর আগে নিম্ন আয়ের ২শ’ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়েছি।

যুবলীগ নেতা হাবিবুর রহমান বলেন, যুবলীগ কর্মি-সমর্থক যারা আছি নিজেদের দেয়া অর্থে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সকলে একটু করে সহযোগিতার হাত বাড়ালে দেশ-দশের জন্য বড় কিছু করা যায়। করোনা নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্যোগ চলমান থাকবে।

Similar Posts

error: Content is protected !!