খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
“গাছ লাগাই, জীবন বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রোববার (২১ জুন) বিকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৯টি প্রতিষ্ঠানে ১২০টি চারাগাছ রোপন করেছে উপজেলা যুবলীগ।
নিকলী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম হুমায়ুন, নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, খোর্শেদ আলম স্বাধীন, যুবলীগ নেতা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ ও এরশাদুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
কর্মসূচির সমন্বয়ক কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ জানান, যুবলীগের নেতাকর্মিরাই রোপন ও খুঁটি লাগানোর কাজ করেছি। সরকারি ৫টি দপ্তর ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দেশীয় ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে।