নিকলীতে দুই হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছে উপজেলা বিএনপি

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

চলমান করোনা সংকটে কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপি নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচির প্রথম দিন শনিবার (২০ জুন) সকালে সাতশ’ পরিবারকে সহায়তা দিয়েছে। সদরের পুরান বাজারে সংগঠনটির উপজেলা কার্যালয়ের সামনে এই সহায়তা দেয়া হয়।

উপজেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাজী মাসুক মিয়ার সহযোগিতায় অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চান্দালী মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, হাজী মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি নেতা তাপস সাহা, এখলাসুর রহমান, নজরুল ইসলাম, শ্রমিক নেতা মাহফুজ, ছাত্রদল নেতা রাসেল, হিমেল, আবুল খায়ের উজ্জ্বলসহ অর্ধশতাধিক নেতাকর্মী স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায়ে দায়িত্ব পালন করেন।

সংগঠনটির উপজেলা সভাপতি ও কিশোরগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক বদরুল মোমেন মিঠু জানান, প্রতিটি সহায়তা থলিতে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, সাবান ও মাস্ক দেওয়া হয়েছে।

Similar Posts

error: Content is protected !!