কটিয়াদীতে জনসংখ্যা দিবস উদযাপন ও সেরাদের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি ।।

“Putting tha breaks on covid-19; how to savegurd the health & rights women girls & now” (মহামারি কভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি) প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদযাপন হয়ে গেল বিশ্ব জনসংখ্যা দিবস।

কটিয়াদী উপজেলা সম্মেলন কক্ষে শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কটিয়াদী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এম এ জলিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এইউইও) শহিদুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আজহারুল হক (আচমিতা), শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) রাজীব কুমার সরকার (আচমিতা), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিওভি) মোছাঃ ফাতেমা ইয়াসমীন (আচমিতা), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিওএ) সুরাইয়া আক্তার খানম (আচমিতা), শ্রেষ্ঠ কেন্দ্র আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন আচমিতা ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ (এনজিও) স্বনির্ভর বাংলাদেশ ও শ্রেষ্ঠ (এনজিও) ক্লিনিক পিএসটিসি’র মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান।

পুরস্কার গ্রহণ করছেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার

উল্লেখ্য, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) রাজীব কুমার সরকার নিকলীকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম“-এর কটিয়াদী উপজেলা প্রতিনিধির দায়িত্বও পালন করছেন। বিশেষ পুরস্কার প্রাপ্তিতে “আমাদের নিকলী ডটকম” পরিবার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!