ছাতিরচরে বড়শিতে ধরা পড়ল ৮ কেজির আইড়

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচরের বাসিন্দা শৌখিন মাছশিকারি মো. রফিকুল মিয়ার বড়শিতে ধরা পড়ল ৮ কেজি ওজনের আইড় মাছ। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ছাতিরচর হাওরে আইড় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মৌসুমের এ সময়টাতে হাওরে কম পানি থাকায় মাঝে-মধ্যেই এ রকম বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বড়শি ও জালে ধরা পড়ে। আর এসব মাছ ধরে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন জীবিকা নির্বাহ করার পাশাপাশি শৌখিন শিকারিরাও ছুটেন এসব মাছ ধরতে।

ছাতিরচর হাওরের শৌখিন মাছশিকারি মো. রফিকুল মিয়া জানান, হাওরে এখন পানি থাকায় প্রতিদিনই তিনি শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যান। রোববার সকাল ৯টার দিকে বড়শিতে সজোরে টান লাগে। এতে তিনি বুঝতে পারেন বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে।

তিনি আরও বলেন, বড়শি টেনে তুলতেই চোখ ধাঁধানো বিশাল আইড় মাছ দেখে তিনি আনন্দে আটখান।

আইড় মাছটি অনেক বড় থাকায় তিনি এটিকে বাজারে নিয়ে যান। আর এতেই নামে উৎসুক জনতার ভিড়। পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারের গ্রামবাংলা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী ধীরেন্দ্র দাস ভক্ত শেষ পর্যন্ত এ মাছটি ১২ হাজার টাকা দিয়ে কিনে নেন।

নিকলী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, এখন আর আগের মতো বড় বড় মাছ নিয়মিত মিলে না। তবে হাওরে এখনো বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!