এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ!

আমাদের নিকলী ডেস্ক ।।

কখনও শুনেছেন সোনার থেকেও দামি চা রয়েছে। যার এক গ্রামের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি! এক কাপ চায়ের দাম সাড়ে সাত লাখ টাকা! বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’। খুব বিরল জাতের এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে।

এই চায়ের কেন এত দাম?

সারা বিশ্বের মধ্যে একমাত্র চীনে এই চায়ের ছয়টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও-কে চায়ের রাজা বলা হয়। ২০০৬-এ চীন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বীমা করিয়েছে এই ছয়টি চা গাছের। এক কেজি এই চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা। তিনশো বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চীনে।

এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড আছে। স্বাস্থ্যের পক্ষে যা খুব উপকারী। প্রতি দিন এই চা খেলে ত্বক ভাল থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ পা‌নি‌তে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এত বেশি।

সূত্র :  BBC,   TezzBuzz  অবলম্ব‌নে

Similar Posts

error: Content is protected !!