সংবাদদাতা ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিকলীতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নিকলীর সর্বস্তরের জনতা। রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। দিনের প্রথম প্রহরেই নিকলী উপজেলা প্রশাসন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। এরপর ইউনিয়ন পরিষদ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আরো শ্রদ্ধা নিবেদন করে নিকলীর প্রধান প্রধান রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় অন্যান্য সংগঠন। নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলীর পক্ষ থেকে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহসান।
ভোর থেকে শুরু হয় সব স্তরের সাধারণের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বেলা বাড়ার সাথে সাথে ভীড় বাড়তে শুরু করে।