আকাঙ্ক্ষা

আকাঙ্ক্ষা
প্রতীতি সেতু বিভা

আমি চাই—
সূর্যের মত জ্বলতে,
ঝর্ণার মত চলতে,
ফুলের মত ফুটতে,
আলোর বেগে ছুটতে।

আমি চাই—
চাঁদের মত হাসতে,
মেঘের মত ভাসতে,
পাখির মত উড়তে,
বৃষ্টির মত ঝরতে।

আমি চাই—
সিংহের মত বাঁচতে,
শিখীর মত নাচতে,
শিল্পীর মত আঁকতে,
তারার মত জাগতে।

আমি চাই—
যোদ্ধার মত লড়তে,
বীরের মত মরতে,
বাশিঁর মত বাজতে,
রঙিন হয়ে সাজতে।

Similar Posts

error: Content is protected !!