সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবর আলী (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের কলমার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাবর আলী সিরাজগঞ্জের কড়ুয়াজানি চৌহালি গ্রামের আজিজ মিয়ার ছেলে। তিনি সিরাজগঞ্জের বাদশা বেপারির নেতৃত্বে ২৫ জনের সঙ্গে ধানকাটা শ্রমিক হিসেবে ইটনার হাওরে এসেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কলমার হাওরে ধান কাটতে গিয়ে বিকেলে বজ্রপাতে বাবর আলী গুরুতর আহত হন। দ্রুত অন্যরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।