আমাদের নিকলী ডেস্ক ।।
মোট ছয়টি ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন। সর্বশেষ ষষ্ঠ ধাপ ৪ জুন শেষ হলো। বিষয়বৈচিত্র্যে প্রার্থী-সমর্থকরা নানান রকম ঘটনা ঘটিয়ে থাকেন। হার-জিতের অনুভূতি প্রকাশের ধরনও সবার এক নয়।
পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ মে। এই ধাপের নির্বাচনে ইউনিয়ন পরিষদের এক মেম্বার প্রার্থী ঘটিয়েছেন এক ব্যতিক্রমী ঘটনা। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের এক মেম্বার প্রার্থী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় মসজিদে ফ্যান দেয়ার। হাসান আলী নামের ওই মেম্বার প্রার্থী কথা অনুযায়ী নিজ টাকায় কিনে মসজিদে ফ্যান দিয়েছিলেন। কিন্তু ওই এলাকার ভোট তেমন না পাওয়ায় হেরে যান। আর তাতেই মহাক্ষুব্ধ তালা প্রতীকে নির্বাচন করা এই প্রার্থী ভোটের কয়েকদিন পরই নিজ হাতে খুলে নিলেন মসজিদে দান করা সেই ফ্যান। এ নিয়ে এলাকায় নানা মুখরোচক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
স্থানীয়রা জানান, এলাকার মসজিদটিতে ফ্যান না থাকায় মুসল্লিদের সুবিধার্থে মেম্বার প্রার্থী হাসান আলী নিজ থেকে ফ্যান কিনে দিয়েছিলেন। সেই সাথে নির্বাচনে তাকে তালা প্রতীকে ভোট দেয়ার শর্ত দিয়েছিলেন। ভোটে হেরে ক্ষুব্ধ হয়ে তার দেয়া ফ্যানগুলো নিজ থেকেই খুলে নেন।
মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন সবাই শান্তিতে নামাজ পড়তে পারে। গ্রামবাসীর এতো বড় উপকার করার পরেও ভোটাররা আমাকে ভোট দেয়নি। এ কারণে আমি নিজ থেকেই ফ্যানগুলো ফেরত নিয়েছি।