নিজস্ব প্রতিবেদক ।।
নবনির্মিত কারপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয় ১৬ আগস্ট মঙ্গলবার। ৬১ লাখ ৮ হাজার ৮শ’ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির উদ্বোধন করেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, আওয়ামীলীগ নিকলী উপজেলা সভাপতি ইসহাক ভূইয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম, কারপাশা ইউনিয়ন চেয়ারম্যান ত্বাকী আমান খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেনকে বিশেষভাবে সাজানো নৌকা দিয়ে শুভেচ্ছা জানান কারপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ত্বাকী আমান খান।
মরহুম মো. হামিদুর রহমান ভূঞা ও মো. মতিউর রহমান ভূঞার দেয়া জায়গায় ভবন নির্মাণের বাস্তবায়নের দায়িত্বে ছিলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
ছবি : রুবেল আহমেদ, এফবি টাইমলাইন