নিকলী উপজেলা পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২০ ডিসেম্বর।
এ উপলক্ষে প্রার্থী মনোনয়নপত্র মঙ্গলবার ১৮ নভেম্বর কিশোরগন্জ মুকসেদপুর পল্লী বিদ্যুত অফিসে দাখিল করা হয়েছে। চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন জামাল উদ্দীন (৪৬) ও আবু বাকার (৪৫)। আগামী ২৫ নভেম্বর প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ নভেম্বর। ডিসেম্বরের ২০ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আবদুল্লাহ আল মুহসিন নিকলী