রেলওয়ে স্টেশনে বাড়তি টাকা ছাড়া মিলছে না টিকেট

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুইটি রেলওয়ে স্টেশনের মধ্যে একটি বাজিতপুর রেলওয়ে স্টেশন। পৌরশহরে অবস্থিত এ স্টেশনটি থেকে আন্তঃনগর ট্রেনগুলোতে করে প্রতিদিন কয়েকশ যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণ করে থাকেন। ট্রেন ভ্রমণ করলেও কাউন্টার থেকে অতিরিক্ত টাকা ছাড়া ভাগ্যে টিকেট না মেলায় চরম ভোগান্তিতে এসব ট্রেন ভ্রমণপিয়াসী সাধারণ যাত্রীরা।

sararchar-station

৩১ ডিসেম্বর সরেজমিনে স্টেশনটি পরিদর্শনকালে সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেন, এগারসিন্দুরসহ আন্তঃনগর অন্যান্য ট্রেনের প্রতিটি টিকেট বাড়তি টাকা না দিলে কাউন্টার থেকে দিচ্ছে না। আবার যারা সাথে সাথে বাড়তি টাকা দিচ্ছে তাদের টিকেট দিয়ে দিচ্ছে।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, জরুরি কাজে ঢাকা যাচ্ছি। স্টেশনের কাউন্টারে গেলাম কাউন্টার থেকে বলল টিকেট নাই। আবার পেছন দিকে একজন টাকা দিল বেশি তাকে টিকেট দেয়া হয়েছে।

বাজিতপুর স্টেশনের এরকম টিকেট বাণিজ্য বন্ধে সাধারণ যাত্রীরা এমপি মহোদয় ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Similar Posts

error: Content is protected !!