একসাথে বই পড়বে বাজিতপুরের পাঁচ হাজার শিক্ষার্থী

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে ‘বই পড়ি দেশ গড়ি, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীকে অব্যাহত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে একসাথে বই পড়বে মাধ্যমিক পর্যায়ের পাচঁ (৫) হাজার শিক্ষার্থী।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জানুয়ারি শনিবার পৌরশহরের নাজিম ভূঁইয়া মাঠে এক ঘণ্টাব্যাপী পাঠাভ্যাস কর্মসূচিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণিপড়ুয়া পাঁচ হাজার শিক্ষার্থীরা একই মাঠে অবস্থান করে তাদের নিজ নিজ পাঠ্য বইয়ের ভেতর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ পড়বে। আর সকাল ১১টা-১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বই পড়ার অভ্যাস প্রতিষ্ঠা করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমদ।

pathavvas-bajitpur

সাম্প্রতিক কুলিয়ারচরে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাসের পর এটি দেশের সবচেয়ে বড় পাঠাভ্যাস কর্মসূচি বলে আশা করছে আয়োজকরা।

আর অনুষ্ঠিত হতে যাওয়া দেশের সবচেয়ে বড় পাঠাভ্যাস কর্মসূচিকে নিয়ে ১৭ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। আগামী ২১ জানুয়ারি আলোকিত বাজিতপুর গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ষ্ঠ-১০ম শ্রেণিপড়ুয়া পাঁচ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে পাঠাভ্যাস কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, ওই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বই হাতে নিয়ে নিজেদেরকে গড়ার অঙ্গিকার করবে মাধ্যমিক পড়ুয়া পাঁচ হাজার শিক্ষার্থী। সেই সাথে পুরো অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দুইশত স্কাউট সদস্য নিয়োজিত থাকবে বলেও তিনি অবহিত করেন।

পাঠাভ্যাস কর্মসূচিকে নিয়ে সংবাদ সম্মেলনে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লুত্ফল কবির রানা, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ার, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি শেখ বদরুল হক শোয়েব, বাজিতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আ. কা মো. গোলাম মোস্তফাসহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা, প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!