খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।।
বেসরকারি থেকে সরকারি বিদ্যালয়ে পরিবর্তনের তালিকায় আসা খালিয়াজুরীর শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ১৪ মার্চ জাকজমকপূর্ণ ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্ভোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য রেবেকা মমিন।
অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক আইনুল আরিফিনের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন, সদস্য গোলাম আবু ইছহাক, মোহনগঞ্জ আওয়ামীলীগ নেতা শহীদ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, শালদীঘা জি জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় প্রমুখ।