সংবাদদাতা ।।
বাংলাদেশ কমিউনিটি হেলথ প্রোভাইডার এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার কিশোরগঞ্জের তাজ হোটেলে মো. শফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা সভাপতি মাসুদ রানা, অষ্টগ্রাম উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, মিঠামইন উপজেলা সভাপতি জাকির হোসেন, ভৈরব উপজেলা সভাপতি শাকির খান, বাজিতপুর উপজেলা সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আজিজুর রহমান মোজাম্মেলকে সভাপতি ও মো. শিমুল খান মনিরকে সাধারণ সম্পাদক, মো. শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৪জন উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ ৫৩ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।