মানুষ নয়, লাশ চায়

মানুষ নয়, লাশ চায়

খাইরুল মোমেন স্বপন

……………………………….

 

ওর মরার ইচ্ছেতো ছিলোই না;

একটা লাশের প্রয়োজন ছিলো।

তাদের ছিলো, ওদের ছিলো, তাই-

আরো একটা লাশ!

শিশু কিংবা বৃদ্ধ,

বোবা কিংবা কালা, অথবা

পঙ্গু কিংবা ভিক্ষুক কোন একটি, অগত্যা!

নিরীহ ব্যবসায়ী হলে ভালো হতো,

তারচে’ ভালো হতো বিগত যৌবনা নারী;

প্রতিপক্ষের বিকৃতি যোগ হতো পরিকল্পে।

যদি হতো ছাত্রের লাশ, ইস!

তার মানে কৃষকের লাশ নয় এমন নয়,

বেকারের লাশ নয়, এমনও নয়-

নির্বোধ গাধা হলেও হয়, যদি-

অবয়ব মিলে যায় মানুষের সাথে!

জ্বলুক বাস

জ্বলুক ট্রেন

বাড়ি জ্বলুক, ঘর জ্বলুক

হাড়ি-পাতিল সব পুড়ুক আগুনে-

মানুষ পুড়ুক, লাশ পড়ুক

অবোধ-নির্বোধ কিংবা মেধাবীর।

লাশ চায়, আরো লাশ, অনেক লাশ-

প্রতিপরেচে’ একটু বেশী,

রাজনৈতিক এনকাউন্টারে

মানুষেরচে’ লাশের কদর বেশী, তাই-

লাশ চায় তাদের, অনেক লাশ!

প্রতিপরেচে’ শুধু একটু বেশী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!