গুরুইয়ে সপ্তাহব্যাপী ঐতিহাসিক মেলা উৎসব

সংবাদদাতা ।।

নিকলী উপজেলার গুরই ইউনিয়ন খেলার মাঠে মঙ্গলবার থেকে ঐতিহাসিক মেলা শুরু হয়েছে। চলবে সপ্তাহব্যাপী।

gurui_mela2_cov

গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক জানান, প্রতিবছর ৫ই ফাল্গুন থেকে গুরই শাহী মসজিদ সংলগ্ন এই মেলাটি অনুষ্ঠিত হয়। তবে কখন থেকে উৎপত্তি হয় তা সঠিকভাবে জানা যায়নি। ঐতিহাসিক তথ্যমতে প্রায় সাড়ে পাঁচশত বছর আগে প্রাক মোগল আমলে সুলতান মাহমুদ শাহের পুত্র বরবক শাহের শাসনামলে গুরুইয়ে একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় কিংবদন্তীর ইতিহাস হয়। যার মাঝে এই মেলা উৎসবটি অন্যতম।

প্রবীণ একজন বলেন, সম্ভবত বর্তমানে গুরইয়ের মেলার বয়স ২ থেকে ৩শত বছর হতে পারে।

প্রবেশ পথে দোকানীরা তোরণ তৈরি করেছে, খেলনা দোকান, কসমেটিক, মন্ডা, মিঠাই, গুড়, মুড়ি, প্রচুর দোকান বসেছে। আরো রয়েছে বিচিত্র আনন্দ-বিনোদনের সাপ ও বানর খেলা। মেলা উপলক্ষে গুরুইয়ের সর্বত্র আনন্দ ও আতিথেয়তা বিরাজ করছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে শাহী মসজিদে দান, জিয়ারত করতে। তবে অভিযোগ পাওয়া গেছে, মেলায় ফকিরের আসরের নামে গাজা সেবন ও বিক্রি হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!