খালিয়াজুরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিলীপ চন্দ্র বর্মন, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।

খালিয়াজুরী উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার ১ আগস্ট বিকাল ২টায় আগামী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্টের এ অনুষ্ঠান উপলক্ষে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আশরাফুল রহমান কয়েসের সঞ্চালনায়, মেডিকেল অফিসার ডাঃ হাসনান জোবায়েদ কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা পারভেজ, প্রধান শিক্ষক মোঃ আজমান মিয়া, ওলি হোসেন আকন্দ, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সার্থক করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ৬-১২ মাস পর্যন্ত ১ হাজার ৬৫৭ জন এবং ১-৫ বছর পর্যন্ত ১৫হাজার ৯৪৩জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে বলে কর্মকর্তারা তাদের বক্তব্যে জানিয়েছেন। মোট ১৫৩টি কেন্দ্রে ৩০৬জন কর্মী ছাড়াও অনেক স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে অংশ নেবেন।

Similar Posts

error: Content is protected !!