বিশেষ প্রতিনিধি ।।
মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা অসহায় শরণার্থী রোহিঙ্গাদের সাহায্যার্থে করণীয় নির্ধারণ করতে শনিবার ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১ নং হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া সভার উদ্যোগে ছিলেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী ও মানবাধিকার সংগঠনের কয়েকজন কর্মী।
মতবিনিময় সভার উপদেষ্টা এবং প্রধান আলোচক ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার, সংবিধান বিশেষজ্ঞ কলামিস্ট ইকতেদার আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, মানবাধিকার কর্মী তৌহিদুল ইসলাম, মাসুদ হাসান চৌধুরী শুভ্র, অ্যাডভোকেট মো. আছরারুল হক, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট জাহিদুর রহমান জুয়েল, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আবু সালেহ মিলন, অ্যাডভোকেট মো. মেহেদী হাসান জুয়েল, অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে অধিকার বঞ্চিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়। এই ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ও আমাদের নিকলী ডটকম-এর বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
সভা শেষে মানবাধিকার কর্মী জামিউল হক ফয়সাল জানান, যে কেউ স্বেচ্ছায় আমাদের এই কার্যক্রমে আর্থিকভাবে, পুরাতন কাপড়-চোপর ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে অংশ নিতে পারেন। আগামী বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ত্রাণ সামগ্রী নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওয়ানা হবো এবং ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিতরণ কার্যক্রম শুরু করা হবে। তাই ইচ্ছুক যে কেউ আমাদের ত্রাণ সামগ্রী পৌছাতে হবে বুধবারের মধ্যে।
যোগাযোগ করা যাবে : অ্যাডভোকেট মো. আছরারুল হক (০১৭৩৭৬৮৬৮৩৭), অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট জাহিদুর রহমান জুয়েল (০১৯১১৭১১৭২২), অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল (০১৭১৬৪৫২১৫৪), অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান (০১৯১৩১৩৬৭০৪), অ্যাডভোকেট আবু সালেহ মিলন (০১৭১১৯৫৩৮২৪), অ্যাডভোকেট মো. মেহেদী হাসান জুয়েল (০১৭১১৯৬০৮১৯), অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল (০১৯১২৬৩৩৬২৬)।